আগামী পরশু ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। এর আগে আলোচনায় বাজবল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন সিরিজ নিয়ে কথা বলেন বুমরাহ, 'আমি সত্যিই বাজবল টার্মের যোগসূত্র খুঁজে পাই না। কিন্তু তারা সফল ক্রিকেট খেলছে। আগ্রাসী ধরনে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে টেস্ট ক্রিকেট এভাবেও খেলা যায়। '
'বোলার হিসেবে আমি যা মনে করি তা হলো, বাজবল আমাকে খেলার মধ্যে সম্পৃক্ত রাখে। এবং তারা যদি এমন আগ্রাসীভাবে খেলে থাকে, তাহলে আমাকে তারা ক্লান্ত করতে পারবে না। আমি একগাদা উইকেট পেতে পারি। নিজের সুবিধার জায়গাটা কীভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়েই সবসময় ভাবি আমি। তাদের সাধুবাদ জানাই তবে বোলার হিসেবে এটা আমাকে খেলার মধ্যে রাখে। '
বাজবলের স্বাদ এর আগেও পেয়েছেন বুমরাহ। ম্যানচেস্টারে সেই ম্যাচে নেতৃত্ব দেন দলকে। তার নেতৃত্বের অভিষেকে ইংলিশরা মেতে উঠে জয়োল্লাসে। ৩৭৮ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পাড়ি দেয় তারা। ওভার প্রতি রান তুলেছিল প্রায় ৫ করে।
সেই ম্যাচ নিয়ে বুমরাহ বলেন, 'আমি এক ম্যাচেই অধিনায়কত্ব করি এবং এটি ছিল পরম সম্মানের। টেস্ট ক্রিকেট অসাধারণ এবং অধিনায়কত্ব করা তার চেয়ে ভালো। হ্যাঁ আমরা হেরেছি, তবে ম্যাচে আমরা এগিয়ে ছিলাম শুরুতে এবং আমি দায়িত্ব নিতে ভালোবাসি। '
'কখনো কখনো ফাস্ট বোলার হিসেবে ফাইন লেগে ফিল্ডিং করে অন্য ভাবনায় চলে যাই। তবে আমি প্রতিটি সিদ্ধান্তে জড়িত থাকতে ভালোবাসি। সুযোগ পেলে কে না অধিনায়কত্ব করতে চাইবে। ফাস্ট বোলাররা স্মার্ট থাকে, তারা কঠিন কাজ করে এবং জানে খেলায় কী করতে হয়। '
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এএইচএস