ইংল্যান্ড দলের টেস্ট স্কোয়াডে থাকা সত্ত্বেও ভিসা না পাওয়ায় ভারতে আসতে পারছিলেন না ইংলিশ ক্রিকেটার শোয়েব বশির। তবে জটিলতার অবসান ঘটেছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়েছে, 'শোয়েব বশির ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তেই তিনি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন। সমস্যা মিটে যাওয়ায় আমরা খুশি। '
হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ড দলের স্কোয়াড সাজানো হয়েছিল তিন জন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। এই তিনজনের একজন ছিলেন বশির। কিন্তু এতদিন সংযুক্ত আরব আমিরাতে থাকলেও প্রথমে ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভুত এই স্পিনার। তাই দলের সঙ্গে যোগ না দিয়ে নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যেতে হয় তাকে।
বশিরের বিষয়টি নিয়ে এর আগেই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো সুফল মিলছিল না। এ নিয়ে বিরক্ত ছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও। বশির পাশে পেয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিতকেও।
বশিরের ভিসা না পাওয়ার ব্যাপারে ডেইলি মেইলের খবর, মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়াতেই এই জটিলতায় পড়েন তিনি। এমনকি বিষয়টি নিয়ে দুই দেশের সরকারি পর্যায়েও যোগাযোগ করা হয়। তারই ফলাফল হিসেবে ভারতে আসছেন শোয়েব।
ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের হয়ে খেলেন বশির। প্রথম শ্রেণির ক্রিকেটে এই অফ স্পিনারের উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল স্পিন করানোর দারুণ দক্ষতার কারণে জাতীয় দলের দরজা খুলে যায় তার সামনে। এরপর আরব আমিরাতে ১০ দিনের অনুশীলন ক্যাম্পেও ভালো করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এমএইচএম