ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পোপের ৪ রানের আক্ষেপ, ভারতের লক্ষ্য ২৩১

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
পোপের ৪ রানের আক্ষেপ, ভারতের লক্ষ্য ২৩১

ভারতে এর আগে ৯ ইনিংসে মাত্র ১৭.১১ গড়ে ১৫৬ রান করেন ওলি পোপ। তবে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসেই তা ছাড়িয়ে যান ডানহাতি এই ব্যাটার।

কিন্তু ডাবল সেঞ্চুরির দোরগড়ায় থেকে ৪ রানের আক্ষেপ নিয়ে দলের শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফিরতে হয় তাকে। জাসপ্রিত বুমরাহর বলে রিভার্স স্কুপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি।  

আক্ষেপ থাকলেও ইংল্যান্ডকে লড়াকু পুঁজি এনে দেওয়ায় নিশ্চয়ই স্বস্তিতে থাকবেন পোপ। তার ২৭৮ বলে ২১ চারে ১৯৬ রানের ইনিংসে ভারতকে ২৩১ রানের লক্ষ্য দেয়  সফরকারীরা। লাঞ্চের পর সেই রান তাড়া করতে নামবে ভারত।

এর আগে ৬ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। সকালে দ্রুতই রেহান আহমেদকে (২৮) তুলে নিয়ে ৬৪ রানের জুটি ভাঙেন বুমরাহ। কিন্তু পোপ ছিলেন অটল। অভিষিক্ত টম হার্টলিকে নিয়ে ভারতের ব্যাটিংয়ে নামার অপেক্ষা আরও বাড়িয়ে তোলেন তিনি। একইসঙ্গে লিডও বড় করতে থাকেন দলের।

অবশেষে রবিচন্দ্রন অশ্বিনের হাত ধরে ব্রেকথ্রু পায় ভারত। ডানহাতি এই স্পিনারের নিচু হয়ে আসা ডেলিভারিতে বোল্ড হন ৫২ বলে ৪ চারে ৩৪ রান করা হার্টলি। তাতে ভাঙে ৮০ রানের জুটি। এরপর ছয় বল খেলা মার্ক উডকে শূন্য রানে বিদায় করেন  রবীন্দ্র জাদেজা। সঙ্গী হিসেবে কেবল জ্যাক লিচ থাকা ডাবল সেঞ্চুরি ছুঁতে যেন তর সইছিল না পোপের। কিন্তু বুমরাহকে ১০৩তম  ওভারের প্রথম বলেই রিভার্স স্কুপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ইংল্যান্ডও তাই গুটিয়ে যায় ৪২০ রানেই। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন বুমরাহ।  

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।