ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পোপ-হার্টলির দাপটে ভারতের মাটিতে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
পোপ-হার্টলির দাপটে ভারতের মাটিতে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

গাব্বায় ওয়েস্ট ইন্ডিজ, হায়দরাবাদে ইংল্যান্ড- বিদেশের মাটিতে দুই দল পেল স্মরণীয় জয়ের দেখা। ৭ উইকেট তুলে নিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে যেমন তাদের মাটিতেই হারানোর নায়ক বলে যান 'অখ্যাত' ক্যারিবীয় পেসার শামার জোসেফ, তেমনই ৭ উইকেট তুলে নিয়ে ভারতের মাটিতে তাদেরকেই হারানোর নায়ক অভিষেক ম্যাচ খেলতে নামা ইংলিশ স্পিনার টম হার্টলি।

আজ হায়দরবাদে সিরিজের প্রথম টেস্টে ২৮ রানে জয় পেয়েছে সফরকারীরা। অথচ নিজেদের প্রথম ইনিংস শেষে ১৯০ রানের লিড পেয়েছিল ভারত। কিন্তু ওলি পোপের ১৯৬ রানের অসাধারণ ইনিংসে ভর করে ভারতের লিড ছাড়িয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ইংল্যান্ড। এরপর বল হাতে ঘূর্ণি জাদু দেখান হার্টলি। প্রথম ইনিংসে ২ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৭ উইকেট। আর তাতে রোমাঞ্চকর লড়াইয়ে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ইংলিশ স্পিনারদের তুলোধুনা করেই নিজেদের প্রথম ইনিংসে ৪৩৬ রান তুলে ফেলেছিল ভারত। বল হাতে ওই ইনিংসে ২ উইকেট পাওয়া হার্টলি ২৫ ওভারে খরচ করেছিলেন ১৩১ রান। অথচ সেই তিনিই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছেন ৬২ রানে। ভারতীয় ইনিংসের শুরুটাই তার জন্য নড়বড়ে হয়ে যায়। ভারতীয় ওপেনার যশস্বী জশওয়াল (১৫)-কে দিয়ে শুরু। এরপর শুবমান গিল (০), অধিনায়ক রোহিত শর্মাকে (৩০) ও অক্ষর প্যাটেলক (১৭)- অর্থাৎ ভারতের প্রথম চার উইকেট একাই নেন হার্টলি। ভারতের সংগ্রহ তখন মাত্র ৯৫। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত।  

মাঝে জো রুট শিকার করেন লোকেশ রাহুল (২২)-এর উইকেট। জ্যাক লিচের বলে বিদায় নেন শ্রেয়াস আইয়ার (১৩)। আর আগের ইনিংসে ৮৭ রান করা রবীন্দ্র জাদেজাকে (২) রান আউট করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। বাকিটা হার্টলির ইতিহাস।  অষ্টম উইকেট জুটিতে অশ্বিন (২৮) ও শ্রীকর ভারত (২৮) মিলে ৫৭ রানের জুটি গড়ে শেষ দিন পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তারা পারেননি।  ১৭৭ রানে ৯ উইকেট পড়ার পর দিনের খেলার সময় আরও ৩০ মিনিট বাড়ানো হয়। জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ চেষ্টা করেছিলেন বাকি দিন পার করার। কিন্তু হার্টলি তা হতে দেননি।

ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০২ রানে অলআউট হয় ভারত।

এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস পুরোটাই ছিল পোপ-ময়। ২৭৮ বলে ২১ চারে ১৯৬ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন এই ইংলিশ ব্যাটার। বাকিদের মধ্যে ওপেনার বেন ডাকেট (৪৭) ও বেন ফোকস (৩৪) বলার মতো রান পেয়েছেন। এখানেও ব্যাট হাতে ভূমিকা রেখেছেন হার্টলি। খেলেছেন ৫২ বলে ৩৪ রানের ইনিংস। আর ওপেনার জ্যাক ক্রলির ব্যাট থেকে আসে ৩১ রান।  

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ২৪৬ এবং ৪২০ (পোপ ১৯৬; বুমরাহ ৪১/৪)
ভারত ৪৩৬ ও ২০২ (রোহিত ৩৯; হার্টলি ৬২/৭)
ফলাফল: ইংল্যান্ড ২৮ রানে জয়ী 
ম্যাচ সেরা: ওলি পোপ (ইংল্যান্ড)

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।