ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অভিষেক হচ্ছে বশিরের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
অভিষেক হচ্ছে বশিরের

হায়দরাবাদ টেস্টে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই কাছে ইংল্যান্ড। কাল থেকে ভাইজাগে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টে জিতলেও এই ম্যাচে জন্য একাদশে বাধ্যতামূলক পরিবর্তন আনতে হচ্ছে সফরকারীদের।

হাঁটুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না জ্যাক লিচ। তার পরিবর্তে অভিষেক হচ্ছে শোয়েব বশিরের। ভিসা জটিলতার কারণে প্রথম টেস্টের আগে দলে যোগ দিতে পারেননি এই স্পিনার।

এ ছাড়া পেসার মার্ক উডের জায়গায় একাদশে ফিরেছেন জেমস অ্যান্ডারসন। দ্বিতীয় টেস্টের একাদশে ৪১ বছর বয়সী অ্যান্ডারসনই একমাত্র পেসার।  তাই তাকে বাদ দিলে আনকোরা এক স্পিন অ্যাটাক নিয়েই জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কেননা বাকি তিন স্পিনারের অভিজ্ঞতা বলতে গেলে তিন টেস্ট। এর মধ্যে টম হার্টলির অভিষেক হয়েছে গত ম্যাচেই। আর রেহান আহমেদ খেলেছেন কেবল দুটি টেস্ট।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ :

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন।


বাংলাদেশ সময়
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।