বিপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি সিলেট স্ট্রাইকার্স। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে তারা আজ মাঠে নেমেছে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করে ১৪২ রান।
প্রথম ওভারেই শামসুর রহমানকে হারিয়ে শুরু হয় সিলেটের ইনিংস। ব্যাট হাতে আজও ব্যর্থ দলটির অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ১২ বলে ৩ রান করেন তিনি। তিনে নামা সামিত অবশ্য লড়ে যান কিছুক্ষণ। তার ব্যাট থেকে আসে ৩২ রান। চারে নেমে জাকির হাসান আজ ডাক মেরে বিদায় নেন।
পাঁচে নেমে একপ্রান্তে লড়ে যান মিঠুন। অপরপ্রান্তে বাকি ব্যাটাররা ভালো করতে পারছিল না। তবে আরিফুল হক এসে খেলেন ক্যামিও ইনিংস। ৯ বলে ৩ ছক্কায় ২১ রান করে তিনি বিদায় নেন। ৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করা মিঠুন থাকেন শেষ পর্যন্ত। ৪৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করে তাসকিন আহমেদের শিকার হন তিনি।
ঢাকার পক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি উইকেট শিকার করেন আরাফাত সানি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
আরইউ