ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের বাকি ব্যাটাররা ভালো করায় নামছেন না সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
দলের বাকি ব্যাটাররা ভালো করায় নামছেন না সাকিব

সাকিব আল হাসানের মুখে বিষণ্নতার ছাপ। সেই উৎফুল্ল ভাবটাও যেন কোথায় হারিয়ে গেছে।

এবারের বিপিএলের সিলেট পর্বে তাকে ব্যাটিংয়ে দেখা গেছে আপ্রাণ অনুশীলনে। কিন্তু শুক্রবার দেখা গেলো ভিন্ন দৃশ্যের। এদিন ব্যাটই হাতে নেননি সাকিব। অনুশীলনে অবশ্য বোলিং করেছেন তিনি।  

চোখের সমস্যায় ভুগতে থাকা এই অলরাউন্ডার শেষ দুই ম্যাচে ব্যাট হাতে নামেননি। যদিও অনুশীলন শেষে সুসংবাদই দিয়েছেন রংপুর রাইডার্সের প্রতিনিধি হয়ে কথা বলা ফজলে মাহমুদ রাব্বি। দলের বাকি ব্যাটাররা ভালো না করলে সাকিব ব্যাটিংয়ে নামবেন বলে জানিয়েছেন তিনি।  

আগামী ম্যাচে সাকিবের ব্যাট করার সুযোগ আছে কি না এমন প্রশ্নে রাব্বি বলেন, ‘অবশ্যই আছে। কেন থাকবে না? সাকিব ভাই তো প্রতিদিনই তৈরি হয়ে থাকে। কিন্তু আমাদের দলের ব্যাটিং অর্ডার যদি ভালো করে, সেক্ষেত্রে হয়তো উনি একটু পরের দিকে যাবে। দল ভালো করায় উনার ওপর চাপটা কমে গেছে। ’

এখন অবধি বিপিএলে ৫ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে রংপুর রাইডার্স। পয়েন্ট টেবিলেও আছে তিন নম্বরে। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর। এই ম্যাচে জয় নিয়েই ঢাকায় ফিরতে চান রাব্বি।

তিনি বলেন, ‘আমরা তো চাই যে এখান থেকে জয় নিয়ে সিলেট পর্বটা শেষ করতে। একটা ভালো মোমেন্টামে আছে দল। শেষ ম্যাচটা যদি আমরা এখান থেকে জিতে যাই ঢাকা পর্বটা আরও সহজ হবে আমাদের জন্য। ’

‘দর্শকরা তো সবসময় অনুপ্রেরণা দেয় ভালো করার জন্য। আমরা সবসময় চাই সব ভেন্যুতে দর্শক পরিপূর্ণ থাকুক। খেলোয়াড়রাও চায় দর্শকদের বিনোদন দেওয়ার। আমরা ওভাবে চাপের চিন্তা করি না। টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি সেটি আমাদের দিকে নিয়ে নেওয়া। ’

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।