ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উন্নতি করা ব্যাটার তাসকিন চান ‘ম্যাচ জেতানোর সামর্থ্য’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৪
উন্নতি করা ব্যাটার তাসকিন চান ‘ম্যাচ জেতানোর সামর্থ্য’

‘ভাই ভালো বইলেন’ তাসকিন আহমেদের ব্যাটিং নিয়ে প্রশ্নটা শুনেই মোহাম্মদ মিঠুনকে এই পেসার বললেন এমন। এরপর উত্তরের মাঝে অনুরোধের সুরে বললেন, ‘ব্যাটিংয়ে যে উন্নতি করেছি সেটা বলেন...’।

দুজনের এমন আলাপে হাসলেন উপস্থিত সাংবাদিকরা।  

মোহাম্মদ মিথুনের সংবাদ সম্মেলনের পর নিজের ব্যাটিং নিয়ে কথা বললেন তাসকিনও। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৪৩ রান তাড়া করতে নেমে ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দুর্দান্ত ঢাকা। তখন ব্যাটিংয়ে এসে ৬ চারে ১১ বলে ২৭ রান করেন তাসকিন। যদিও শেষ অবধি দলকে জেতাতে পারেননি। ব্যাটারদের ওপর রাগ থেকেই কি এভাবে মারছিলেন?

প্রশ্ন শুনে তাসকিনের জবাব, ‘না! না! রাগ করে মারছিলাম না। তা করলে তো লাগবেও না। আমি আসলে অনুশীলন করছি। আগেও অনেকবার বলেছি, ভালো টেইল এন্ডার হতে চাই। নিয়মিতই অনুশীলন করছিলাম। নিজের ভিত্তি ঠিক রেখে বল অনুযায়ী কানেক্ট করার চেষ্টা করছিলাম। ব্যাটারদের ওপর রাগ করব কেন (হাসি)। ওরা তো আমাদের সতীর্থ। ’

বিপিএলে শুরুটা ভালো হয়েছিল ঢাকার। প্রথম ম্যাচেই জয় পেয়েছিল তারা। কিন্তু এরপর টানা ৪ ম্যাচে হারলো তারা। এ নিয়ে হতাশার কথা শুনিয়েছেন তাসকিনও।

তিনি বলেন, ‘হ্যাঁ একটু হতাশ। যেহেতু কম রানের ম্যাচও আমরা তাড়া করতে পারিনি। অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমি নিশ্চিত, আমাদের দলের ব্যাটসম্যানরাও হতাশ। দিন শেষে আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সবার ক্যারিয়ারেরও বিষয়। অবশ্যই ভালো অনুভূতি নয়। ’

অনেক আগেই তাসকিন বলেছেন ব্যাটিংয়ে উন্নতির আশার কথা। ‘ভালো টেইল এন্ডার’ হওয়ার লক্ষ্য তখন থেকেই তার। দিন দিন ব্যাটিংয়ে উন্নতি হওয়ায় খুশি তাসকিন। এখন এই পেসারের চাওয়া ম্যাচ জেতানোর সামর্থ্য।

তিনি বলেন, ‘এরকম দুই-একটা ইনিংস হলে নিজেরও একটু ভালো লাগে। কারণ মাঝেমধ্যে যখন এমন হয়, তখন মনে হয় যে বাড়তি যে অনুশীলন করছি, পরিশ্রম করছি, এর ফল পেলাম। এখনও অনেক উন্নতি বাকি আছে। আল্টিমেটলি আমরা টেইল এন্ডাররা যদি উন্নতি করি, এটা আমাদের অনেকগুলো ম্যাচ জেতানোর সামর্থ্য রাখবে। এটাই চাই। কারণ সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তো একটু মেহেনত করলে হয়তো ভালো টেইল এন্ডার হওয়া সম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।