তখনও বিপিএলের প্রস্তুতি শুরু হয়নি পুরোদমে। খেলোয়াড়দের গায়ে উঠেনি ফ্র্যাঞ্চাইজি জার্সিও।
এখন সুজনের কোচিংয়ে তাসকিন খেলছেন দুর্দান্ত ঢাকার হয়ে। এর মধ্যেই খবর ছড়িয়েছে, জাতীয় দলের হয়ে আর টেস্ট খেলতে চান না তাসকিন। তাকে খুব কাছ থেকে দেখা সুজন অবশ্য এই সিদ্ধান্তের ভার ছেড়ে দিতে চান শুধু তাসকিনের ওপর।
রোববার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘(টেস্ট ক্রিকেট ছাড়া) তাসকিনের ব্যক্তিগত ব্যাপার। সেটা সে নিজেই সিদ্ধান্ত নেবে। তাসকিনের বয়সও হচ্ছে, তার বয়স তো আর ২৫-২৬ বছর বয়স না এখন! সে চিন্তা করবে কতটুকু পারবে, এ বছর অনেক খেলাও আছে। তাকে যত্ন নিয়ে সামলালেই ভালো হবে। ’
‘যেখানে নতুন একটা খেলোয়াড়কে এক্সপোজার দিতে পারব, সেখানে তাসকিনকে না খেলানোটাই মনে হয় ভালো। গুরুত্বপূর্ণ সিরিজ, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে যদি ফিট তাসকিনকে পাই, তাহলে সে বাংলাদেশকে আরও অনেক ম্যাচ জেতাতে সাহায্য করতে পারবে। ’
অনেকদিন ধরে কাঁধের চোটে ভুগছেন তাসকিন। বিশ্বকাপের পর এই সমস্যার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে বিপিএল দিয়ে ফিরেছেন। শুরুতে ছন্দ না পেলেও এখন বেশ ভালো করছেন তিনি। সবশেষ সিলেটের বিপক্ষে ১৯ রান দিয়ে এক উইকেট নেন তাসকিন।
সুজন এ নিয়ে বলেন, ‘তাসকিন ওয়াজ ব্রিলিয়ান্ট, সে আস্তে আস্তে উন্নতি করছে। ওর একটা স্ট্রেইন ছিল, ওটা নিয়ে কাজ করেছে। আমি ওর সঙ্গে অনেক কাজ করেছি। বোলিংয়ে ও এখনও শতভাগ দিতে পারছে না। ওভাবে চিন্তা করলে, ছন্দের কথা ভাবলে… নতুন বলে ও ভালো বল করছে। প্রতিটা ম্যাচেই ভালো বল করছে। ’
‘তবে এখনও কাজ করার অনেক জায়গা আছে। সেটা তাসকিনও জানে। সে কঠোর পরিশ্রম করছে। আমার মনে হয় না এটা কোনো চিন্তার কারণ। যতটুকু করছে, তাতে ও ফিট না, এ কথা বলব না, সে ১০০ ভাগ ফিট… যেটা হয় মাঝে একটা স্পেল বোলিং করে, রিদমটার একটা ব্যাপার আছে। আমি জানি সে ভালোভাবেই কামব্যাক করবে। ’
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম