ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাসসেরার দৌড়ে শামার জোসেফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মাসসেরার দৌড়ে শামার জোসেফ

শামার জোসেফের ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। প্রথম বলেই উইকেট, এরপর একা হাতে দলকে জেতানো।

তাও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার আইসিসি মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই ক্যারিবিয়ান পেসার। যেখানে তার প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও ইংল্যান্ডের ওলি পোপ।

জানুয়ারি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জোসেফের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন তিনি। এর আগে ব্যাট হাতে খেলেন ৩৬ রানের ক্যামিও ইনিংস। দ্বিতীয় টেস্টে নিজেকে আরও ছাড়িয়ে যান তিনি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে একাই ৭ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ঐতিহাসিক এক জয়। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা।

গত মাসে বল হাতে আলো ছড়িয়েছেন হ্যাজেলউড। তিন  টেস্ট খেলে শিকার করেছেন ১৯ উইকেট। সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেন এই অজি পেসার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৯ ও পরের টেস্টে ৫ উইকেট ঝুলিতে যায় তার।

আরেক প্রতিদ্বন্দ্বী ওলি পোপ খেলেছেন মাত্র একটি টেস্ট। তবে হায়দরাবাদ টেস্টে তার ১৯৬ রানের ইনিংসটি দর্শকদের চোখে লেগে থাকবে অনেকদিন। সেই সুবাদে প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে থাকার পরও ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

এদিকে মেয়েদের বিভাগে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি, বেথ মুনি ও আয়ারল্যান্ডের অ্যামি হান্টার।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এএইচএস/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।