ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ইনিংসেও উইলিয়ামসনের সেঞ্চুরি, প্রোটিয়াদের সামনে রানপাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
দ্বিতীয় ইনিংসেও উইলিয়ামসনের সেঞ্চুরি, প্রোটিয়াদের সামনে রানপাহাড়

তিন দিনের ব্যবধানে জোড়া সেঞ্চুরির দেখা পেলেন কেইন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ১১৮ রান করার পর এবার দ্বিতীয় ইনিংসে করলেন ১০৯ রান।

সাবেক এই অধিনায়কের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকাকে রানপাহাড়ের চাপে পিষ্ট রাখছে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে ৫২৮ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

মাউন্ট মঙ্গানুইয়ে ৪ উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১৬২ রানেই প্রথম ইনিংসে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৪৫ রান করেন কিগান পিটারসেন। কিউইদের হয়ে ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি, কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র নেন দুটি করে উইকেট।

সুযোগ পেয়ে প্রোটিয়াদের ফলো-অন না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দলীয় ১০ রানে টম ল্যাথাম বিদায় নিলেও এরপর দ্রুতগতিতে রান তুলতে থাকেন উইলিয়ামসন। ১২৫ বলে স্পর্শ করেন ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি। এর মধ্যে ৬৪ থেকে ১০০তে যেতে খরচ করেন মাত্র ২৫ বল।  

টেস্ট ইতিহাসে তার চেয়ে কম ইনিংস খেলে ৩১ সেঞ্চুরি পেয়েছেন কেবল শচীন টেন্ডুলকার (১৬৫ ইনিংস)। উইলিয়ামসনকে খেলতে হয়েছে ১৭০ ইনিংস। ক্যারিয়ারে প্রথমবার এক টেস্টে জোড়া সেঞ্চুরি পাওয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩২ বলে ১২ চার ও ১ ছক্কায় ১০৯ রান করে নেইল ব্র্যান্ডের বলে আউট হন তিনি। এরপর দিন শেষ হতে বাকি ছিল মাত্র ১ ওভার। ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে পরের দিনের অপেক্ষায় থাকতে হয় নিউজিল্যান্ডকে। ড্যারিল মিচেল ১১ ও টম ব্লান্ডেল ৫ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।