ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির শিকার ক্যারিবীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
দ. আফ্রিকায় পিস্তল ঠেকিয়ে ডাকাতির শিকার ক্যারিবীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টি খেলতে এসে বাজে এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং অলরাউন্ডার ফাবিয়ান অ্যালেন। দেশটির স্যান্ডটন সান হোটেল থেকে পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা অ্যালেনের ব্যাগ ও ফোন হাতিয়ে নিয়ে যায়।

 

এসএ টোয়েন্টিতে অ্যালেন খেলছেন পার্ল রয়্যালসের হয়ে। দক্ষিণ আফ্রিকার স্বনামধন্য হোটেল স্যান্ডটন সানে অবস্থান করেছিলেন তিনি। সেখান থেকেই দুর্বৃত্তরা পিস্তল ঠেকিয়ে এই ক্রিকেটারের ফোন সহ ব্যক্তিগত অনেক জিনিস হাতিয়ে নেয়। ঘটনাটি নিশ্চিত করে এসএ টোয়েন্টি ও পার্ল রয়্যালস কর্তৃপক্ষ।  

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, ‘আমাদের হেড কোচ আন্দ্রে কলিও জ্যামাইকা থেকে অ্যালেনের সঙ্গে যোগাযোগ করেছে। ওবেড ম্যাককয়ের মাধ্যমে সফলভাবে যোগাযোগ করতে পেরেছেন। অ্যালেন এখন ঠিক আছে। যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও পার্ল রয়্যালস জানাবে। ’

এসএ টোয়েন্টির গ্রুপপর্বে চতুর্থ হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে পার্ল রয়্যালস। ১০ ম্যাচে ৫ জয়ে ২২ পয়েন্ট নিয়ে চারে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করে তারা।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।