ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন রাজা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন রাজা

অনেকদিন থেকেই স্থায়ী চেয়ারম্যান ছাড়া চলছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে সেই অচলাবস্থার অবসান ঘটলো।

 

আজ নতুন চেয়ারম্যান হিসেবে পাঞ্জাব রাজ্যের অন্তর্বর্তীকালীন চিফ মিনিস্টার সৈয়দ মহসিন রাজা নকভীকে বেছে নিয়েছে পিসিবির বোর্ড অব গভর্নরস। আগামী তিন বছর পিসিবির ৩৭তম প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন তিনি।

বোর্ড চেয়ারম্যান বাছাইয়ের জন্য আজ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ভারপ্রাপ্ত পিসিবি প্রধান শাহ খাওয়ারের নেতৃত্বে গভর্নিং বডির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন পিসিবি চেয়ারম্যান হিসেবে মহসিন রাজাকে বেছে নেওয়া হয়।

পিসিবি সর্বশেষ স্থায়ী চেয়ারম্যান হিসেবে পেয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজাকে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ইমরান খান ক্ষমতাচ্যুত হলে রমিজকে সরিয়ে দেয় পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার।  

২০২২ সালের ডিসেম্বরে রমিজের বিদায়ের পর থেকেই পিসিবিতে কোনো স্থায়ী চেয়ারম্যান ছিলেন না। এরপর নাজাম শেঠি এবং জাকা আশরাফ ভিন্ন ভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে ছিলেন। গত ১৯ জানুয়ারি দায়িত্ব ছাড়েন আশরাফ।  

৪৫ বছর বয়সী মহসিন নকভী পাকিস্তানে 'মিডিয়া মুঘল' হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদমাধ্যম সিএনএন থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। আমেরিকার নিউজ নেটওয়ার্কে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন মহসিন বর্তমানে পাকিস্তানে 'টোয়েন্টিফোর নিউজ' নামের একটি চ্যানেলের মালিক।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।