ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিরল ক্লাবে অস্ট্রেলিয়ার ‘প্রথম’ ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
বিরল ক্লাবে অস্ট্রেলিয়ার ‘প্রথম’ ওয়ার্নার

টেস্ট ও ওয়ানডে থেকে নিয়েছেন অবসর। অস্ট্রেলিয়ার হয়ে কেবল টি-টোয়েন্টি খেলার জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন ডেভিড ওয়ার্নার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামলেন বাঁহাতি এই ওপেনার।

ক্রিকেট তিন সংস্করণেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির আছে কেবল রস টেলর ও বিরাট কোহলির। এবার অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সেই বিরল ক্লাবে যোগ দিলেন ওয়ার্নার। টেস্ট ও ওয়ানডেতে ১০০টি ম্যাচ খেলার মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি।

২০০৯ সালে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন  ওয়ার্নার। ১৫ বছরের ক্যারিয়ারে আজ খেলছেন তার শততম ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যারন ফিঞ্চ (১০৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (১০১)।

২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নিজের শততম ওয়ানডে খেলেন ওয়ার্নার। দুর্দান্ত এক সেঞ্চুরিতে মাইলফলকের ম্যাচটি রাঙান তিনি। ১১৯ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১২৪ রান। শততম টেস্টে নিজেকে আরও ছাড়িয়ে যান বাঁহাতি এই ওপেনার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে হাঁকান ডাবল সেঞ্চুরি। ২৫৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ঠিক ২০০ রানেই আউট হন তিনি। আজ আরও এক ইতিহাস হাতছানি দিচ্ছে তাকে।

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে টেলর বা কোহলির কেউই শতকের দেখা পাননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ৪৮ রানে অপরাজিত আছেন ওয়ার্নার।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।