বিপিএলের মাঝপথে হঠাৎই পালাবদল শুরু হয়েছে। পাকিস্তান সুপার লিগে খেলতে চলে গেছেন দেশটির ক্রিকেটাররা।
ওই ঘাটতি পূরণে ইংল্যান্ডের কাউন্টি দল নটিংহ্যামশায়ারের উইকেটরক্ষক-ব্যাটার টম মুরস ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে এনেছে রংপুর। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন মুরস। জিমি নিশাম এবারই প্রথম বিপিএলে এলেন।
ইংলিশ ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্টকে নিয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ক্রিকেটারও প্রথমবারের মতো বিপিএল খেলতে এলেন। নতুন ক্রিকেটার স্কোয়াডে যুক্ত করেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকাও।
পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দলে নিয়েছে তারা। গত আসরে তিনি ছিলেন সিলেটে। ইরফানের সাথে ঢাকা দলে নিয়েছে স্থানীয় তরুণ ক্রিকেটার গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলামকে। ১৯ বছর বয়সী তাহজিবুল ছিলেন ২০২২ সালের যুব বিশ্বকাপ দলের ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এমএইচবি/আরইউ