ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আপনাকে কে বলেছে?’, শ্রীলঙ্কা সিরিজ না খেলা প্রসঙ্গে সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
‘আপনাকে কে বলেছে?’, শ্রীলঙ্কা সিরিজ না খেলা প্রসঙ্গে সাকিব

প্রশ্নটা আসতেই মুখভঙ্গি বদলে গেলো সাকিব আল হাসানের। যেন একটু বিরক্তও হলেন।

প্রশ্নটা শেষ হওয়ার আগেই বললেন, ‘কে বলেছে আপনাকে?’। চোখের সমস্যা নিয়েই খেলছেন বিপিএলে। তবে এরপর আসন্ন শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না বলে গুঞ্জন রয়েছে।  

এ নিয়ে প্রশ্নের উত্তরে শুক্রবার এক বাণিজ্যিক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘গুঞ্জন গুঞ্জনই থাকতে দেন। আর না হলে আপনি বের করেন খুঁজে কে বলছে। তাকে জিজ্ঞেস করেন। আমি কী বলেছি কাউকে?’ সাকিবের প্রশ্নের জবাবে সাংবাদিক বলেন, ‘সেটাই জানতে চাচ্ছি। ’

এরপর সাকিব বলেন, ‘আপনি মাত্র কী বললেন। আমি কী বলেছি কখনও চাচ্ছি বা চাচ্ছি না। ’ তখন শোনার কথা বলা হলে সাকিব বলেন, ‘কোথা থেকে শুনেছেন। আশেপাশের কে? যার কাছে শুনেছেন তাকে জিজ্ঞেস করেন। আমি যদি বলতাম খেলতে চাই অথবা খেলতে চাই না; তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। ’

পরে অন্য প্রশ্নের জবাবে এই অলরাউন্ডার বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা হয়নি। বিপিএল চলছে। এটা নিয়েই ফোকাস করছি। চেষ্টা করছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি। ’

আগামী পহেলা মার্চ বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। সেদিনই হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল।

লঙ্কানদের বিপক্ষে শুরুতে হবে টি-টোয়েন্টি। ৪, ৬ ও ৯ মার্চের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ, শেষটি হবে দুপুর ৩টায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে ম্যাচগুলো। প্রথম দুই ম্যাচ দিবারাত্রি, দুপুর আড়াইটায় শুরু হবে। শেষটি শুরু সকাল ১০টায়। প্রথম টেস্ট ম্যাচ হবে ২২ মার্চ থেকে সিলেটে। দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে ৩০ মার্চ থেকে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।