ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ থেকেই ছিটকে গেলেন কোহলি, ফিরলেন রাহুল-জাদেজা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
সিরিজ থেকেই ছিটকে গেলেন কোহলি, ফিরলেন রাহুল-জাদেজা

পারিবারিক কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেননি বিরাট কোহলি। এবার একই কারণে পরের তিন ম্যাচেও খেলা হচ্ছে না তার।

ছিটকে গেছেন ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারও। তবে ফিরেছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল।

সিরিজের শেষ তিন ম্যাচের জন্য আজ ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে ফিরেছেন রাহুল ও জাদেজা। দুজনেই ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তবে স্কোয়াডে ফিরলেও পরের তিন ম্যাচে তাদের খেলা নির্ভর করছে বিসিসিআই-এর মেডিক্যাল টিমের ছাড়পত্রের ওপর।

ভারতের বর্তমান স্কোয়াডে অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট। ইনজুরির কারণে নেই দলের অন্যতম প্রধান বোলার মোহাম্মদ শামি। নেই দলের সেরা ব্যাটার কোহলিও। যে কারণে জাদেজা ও রাহুল ফেরায় স্বস্তিতেই থাকবে ভারত। কিন্তু শ্রেয়াস আইয়ারের না থাকা বেশ বড় ধাক্কা হয়ে এসেছে তাদের জন্য।

সিরিজের দ্বিতীয় টেস্টেই পিঠে চোট পেয়েছেন শ্রেয়াস। ২৯ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার প্রায় ১২ মাস ধরেই পিঠের সমস্যায় ভুগছেন। তার অভাব পূরণ করতে দলে রয়েছেন রজত পাতিদার ও সরফরাজ খান।  

এছাড়া দ্বিতীয় টেস্টে বিশ্রামে থাকা পেসার মোহাম্মদ সিরাজকে ফেরানো হয়েছে স্কোয়াডে। জায়গা ধরে রেখেছেন মুকেশ কুমার। তবে বাদ পড়েছেন আভেশ খান। তার জায়গায় নির্বাচকরা বেছে নিয়েছেন আকাশ দীপকে। আর জাদেজা ফেরায় বাদ পড়েছেন সৌরভ কুমার।

সিরিজের এই মুহূর্তে ১-১ সমতা বিরাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।

শেষ তিন টেস্টের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, লোকেশ রাহুল, সরফরাজ খান, রজত পাতিদার, রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।