ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুবিধাবঞ্চিতদের জন্য সিলেট স্ট্রাইকার্সের উদ্যোগ ‘ভাগ করে খাই’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
সুবিধাবঞ্চিতদের জন্য সিলেট স্ট্রাইকার্সের উদ্যোগ ‘ভাগ করে খাই’

সিলেট স্ট্রাইকার্স, চাও-ম্যান (Chow-Man) রেস্টুরেন্ট, এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে উদ্বোধন হলো সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানোর প্রকল্প “ভাগ করে খাই”।

এই ব্যতিক্রমী মহৎ উদ্যোগে চাও-ম্যান রেস্টুরেন্টে বসে যতজন গ্রাহক খাবার খাবে, ঠিক সমান সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে চাও-ম্যান পর দিন খাবার খাওয়াবে।

অর্থাৎ প্রতি কাস্টমারের বিপরীতে এক জন সুবিধাবঞ্চিত মানুষকে চাও-ম্যান রেস্টুরেন্ট এর পক্ষ থেকে খাওয়ানো হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিলেট স্ট্রাইকার্স এর মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং খেলোয়াড়বৃন্দ চাও-ম্যান রেস্টুরেন্ট এর মালিক মোহাম্মদ ফখর উদ্দিন এবং আসহাবুস সাফা এই উদ্যোগটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের পক্ষ থেকে লোকাল প্রেসিডেন্ট আসহাবুস সাফা, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী নাইম মনজুর, লোকাল ভাইস প্রেসিডেন্ট সাইদ জিয়াউল আহসান, কমিটি চেয়ার আইমান বিন নাসিম, সেক্রেটারি জেনারেল গাজী শাহরিয়ার মৃদুল ও অন্যান্য জেনারেল মেম্বাররা।

“ভাগ করে খাই” প্রকল্পের মাধ্যমে সারা বছর অনেক অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো সম্ভব হবে যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন করবে বলে বিশ্বাস করেন এর উদ্যোক্তারা।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং সিলেট স্ট্রাইকার্সের তারকা খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার মাধ্যমে “ভাগ করে খাই” প্রকল্পের উদ্বোধন করেন।  

নাজমুল হোসেন শান্ত জানান, এই উদ্যোগের সঙ্গে থাকতে পারায় তিনি নিজেকে ধন্য মনে করেন এবং এই উদ্যোগটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।