বিপিএলে খেলছেন নিয়মিতই। শুরুতে চোখের সমস্যায় ব্যাটিংয়ে কিছুটা ভুগলেও এখন ফিরেছেন ছন্দে।
তাকে ছাড়াই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এমনিতে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। এজন্য তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে ডাক্তারও দেখিয়েছেন। কিন্তু বিপিএল শুরুর পর অবধি সমাধান খুঁজে পাওয়া যায়নি।
সাকিবের না থাকার কারণ কি তার এই চোখের সমস্যা? এমন প্রশ্নের উত্তরে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে... ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত। ’
সাকিব কি তাহলে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন? রাজ্জাকের উত্তর, ‘এখনও আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই, আর কিছু না। ’
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে আছেন সাকিব। ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ১৩৪ রান। বল হাতেও পেয়েছেন ১৩ উইকেট। জাতীয় দলের সাবধানতার খবর কি সাকিবের ফ্র্যাঞ্চাইজিকেও পৌঁছে দেওয়া হয়েছে?
রাজ্জাক এ নিয়ে বলেন, ‘এটা মেডিকেল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা, মেডিকেল টিমই ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার ওপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেবো। তারপরের স্টেপগুলো আসলে একেকটা সেক্টরে একেক জিনিস। ’
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এমএইচবি/আরইউ