২০২১ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির চেষ্টা করে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নাসির হোসেন। এবার একই ঘটনায় ১৭ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংলিশ ক্রিকেটার রিজওয়ান জাভেদ।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে রিজওয়ানসহ ৮ ক্রিকেটারকে জেরা করা হয়। যেখানে বাংলাদেশের নাসির হোসেনও ছিলেন। যিনি বর্তমানে দুই বছরের জন্য নিষিদ্ধ আছেন। নাসিরের মতো রিজওয়ানও অভিযোগের জবাব দিতে ব্যর্থ হন এবং তাই তাকে অপরাধের জন্য দোষী বলে মনে করা হয় এবং শুনানির অধিকার বাতিল করা হয়।
২০২১ আবুধাবি টি-টেন ম্যাচে অনুপযুক্তভাবে ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ের সঙ্গে দুর্নীতিমূলক আচরণে জড়িত খেলোয়াড়ের বিনিময়ে অন্য প্রতিযোগীকে পুরষ্কার প্রদান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও অংশগ্রহণকারীকে তিনটি পৃথক সময়ে ফিক্সিং করতে প্ররোচিত করা/প্রলুব্ধ করা কিংবা ইচ্ছাকৃতভাবে সহায়তা করার মামলাও আরোপ করা হয়েছে রিজওয়ানের নামে।
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে রিজওয়ানের এই শাস্তি কার্যকর হবে। এ বিষয়ে আইসিসির জেনারেল মানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘পেশাদার ক্রিকেটারদের দুর্নীতির চেষ্টার জন্য রিজওয়ান জাভেদকে ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ করা হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
আরইউ