ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ফিফটি ছাড়ানো ইনিংসে রংপুরের বড় সংগ্রহ 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
সাকিবের ফিফটি ছাড়ানো ইনিংসে রংপুরের বড় সংগ্রহ 

আগের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান ও মাহেদি হাসান। এই ম্যাচেও একই কাজ করেছেন তারা।

যদিও মাহেদি বিদায় নেন ফিফটির আগে, তবে সাকিব ঠিকই পূর্ণ করেন পঞ্চাশ। তার দারুণ ইনিংসে বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স।  

বিপিএলের ৩৪তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে টেবিলের শীর্ষে থাকা দলটি।  

রংপুরের হয়ে শুরুটা ভালো করে রনি তালুকদার। যদিও খুব বেশি রান করতে পারেননি তিনি। ১৯ বলে ২৫ রান করে শহিদুল ইসলামের শিকার হন এই ওপেনার। রিজা হেনড্রিকস এদিন সফল হননি। ৪ রানে তিনি হারান উইকেট। তিনে নামা ব্র্যান্ডন কিং ফেরেন ২ রান করে। চারে নেমে থিতু হন সাকিব। অপরপ্রান্তে ৫ রান করে বিদায় নেন নুরুল হাসান সোহান।  

ছয়ে নেমে সাকিবকে সঙ্গ দেন মাহেদি। ঝড়ো ব্যাটিং চালাতে থাকেন তিনি। অপরপ্রান্তে ৩৩ বলে পঞ্চাশ পূর্ণ করেন সাকিব। মাহেদির সঙ্গে গড়েন ৩৪ বলে ৬৮ রানের জুটি। সপ্তদশ ওভারে এসে মাহেদিকে বোল্ড করে এই জুটি ভাঙেন বিলাল খান। ১৭ বলে ৪ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন রংপুর ব্যাটার।  

ফিফটি হাকানোর পর ইনিংস লম্বা করতে পারেননি সাকিব। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬২ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। শেষদিকে শামিম হোসাইনের ৮ বলে ১৭ রানের ক্যামিওতে ১৮০ ছাড়ানো সংগ্রহ পায় রংপুর রাইডার্স।  

চট্টগ্রামের পক্ষে ৪ ওভারে ২৭ রান খরচায় তিন উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও সালাউদ্দিন শাকিল। একটি উইকেট পান বিলাল খান।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।