ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোনো আক্ষেপ নেই, নিজের কাজে সন্তুষ্ট নান্নু

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
কোনো আক্ষেপ নেই, নিজের কাজে সন্তুষ্ট নান্নু

প্রায় এক দশক প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করার পর বিদায় নিচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। ২৮ ফেব্রুয়ারি দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।

এরপর প্রধান নির্বাচক হবেন গাজী আশরাফ হোসেন লিপু।  

মাঝের এই সময়টা নিজের শহর চট্টগ্রামে কাটাচ্ছেন নান্নু। মূলত পারিবারিক কাজেই এখন চট্টগ্রামে আছেন তিনি। এর মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছেন বিপিএলের ম্যাচ দেখতে। সেখানেই নিজের প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়া প্রসঙ্গে কথা বলেছেন নান্নু। তার কোনো আক্ষেপ নেই বলে জানান সাবেক এই অধিনায়ক। কথা বলেছেন তাকে নিয়ে হওয়া সমালোচনা নিয়েও।

নান্নু বলেন, ‘যারা সমালোচনা করবে তাদের অভ্যাসটাই এরকম। নিজের কাজের ওপর যদি নিজের সন্তুষ্টি থাকে, তাহলে এটাই সবচেয়ে বড় পাওয়া। আপনাকে দেখতে হবে বাংলাদেশের ক্রিকেটের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত ১০ বছরে। ওইটা যদি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারবেন। এগুলো নিয়ে আক্ষেপ নেই। আগামী তিন বছরে টেস্ট র্যাংকিংয়ে যেন আমরা ভালো জায়গায় যেতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ। সবার সম্মিলিতভাবে ভালো কাজটা দরকার। ’ 

‘অবশ্যই, কমফোর্ট জোন ছিল (প্রধান নির্বাচকের দায়িত্ব)। এখানে আপস অ্যান্ড ডাউন থাকবে, গ্রাফটাকে আপনি কখনই সমান্তরালে রাখতে পারবেন না। এটাতে আপস অ্যান্ড ডাউন হবে তো এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। অনেকগুলো তরুণ ক্রিকেটার পাইপলাইনে আছে যাদেরকে আমরা হাইপারফরম্যান্সে পরিচর্যা করেছিলাম। আশা করছি এরা আমাদের দেশকে অনেক কিছু দেয়ার জন্য অপেক্ষা করছে। ’ 

এক সময় নাজমুল হোসেন শান্তর অফ ফর্মে তার প্রতি আস্থা রেখেছিলেন নান্নু। এ নিয়ে সমালোচনাও কম সহ্য করতে হয়নি তাকে। এখন শান্তই বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক। তার জেতায় কি আলাদা ভালো লাগা কাজ করে নান্নুরও?

তিনি বলেন, ‘এটা নিয়ে কিছু বলার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেশকে ভালোবাসুন, এটা আমাদের সোনার বাংলা। সুতরাং দেশের জন্য কাজ করার মানসিক প্রশান্তি সবার জন্যই থাকে। সবার সমর্থন দরকার, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আশা করছি শান্ত দায়িত্বে আছে, নিজের দায়িত্ব পুরোপুরি পালন করবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। ’

সবশেষ বোর্ডসভায় প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচকের দায়িত্ব থেকে হাবিবুল বাশারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তখনই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তাদের ক্রিকেটের সঙ্গেই রাখা হবে। ইতোমধ্যে নারী উইংয়ের প্রধান হিসেবে যোগ দিয়েছেন বাশার।  

নান্নু কোথায় কাজ করবেন? তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই ঠিক করিনি। এখন চট্টগ্রামে খেলা দেখতে এসেছি, এখানে আমার পারিবারিক কিছু কাজ আছে। আমাদের পরিবারের গেট টুগেদার আছে। এগুলো সেরে ঢাকা ফিরে আলাপ করে তারপর সিদ্ধান্ত নেবো। ’ 

বাশারের নতুন দায়িত্ব প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা একসঙ্গে অনেক বছর কাটিয়েছি। শুভকামনা অবশ্যই থাকবে এবং বোর্ডে যদি থাকি দেখা তো হবেই। আশা করছি সে তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে। ’

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।