ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফিফের ফিফটিতে খুলনার ১২৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
আফিফের ফিফটিতে খুলনার ১২৮

দুই দলের কারোই সম্ভাবনা নেই প্লে অফের। তবে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স।

আগে ব্যাট করতে নামা খুলনার হয়ে কেবল লড়েছেন আফিফ হোসাইন। তার ফিফটিতে লড়াকু লক্ষ্য পায় দল।  

বিপিএলের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে খুলনা।  

খুলনার হয়ে ওপেনিংয়ে শুরুটা ভালো করতে পারেননি এনামুল হক বিজয়। ১০ রানে উইকেট হারান তিনি। আরেক ওপেনার আফিফ হোসেন লড়তে থাকলেও অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। ৩১ বলে ফিফটি ছুঁয়ে ৫২ রান করে বিদায় নেন আফিফ। এরপর কিছুক্ষণ লড়াই করেন ওয়েন পারনেল। ১৪ বলে ২১ রান করেন তিনি। বাকিরা কেউই উল্লেখযোগ্য রান নিতে পারেননি।  

সিলেটের পক্ষে ৪ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নেন বেনি হাওয়েল। দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।