জয়ের জন্য ১ বলে ৫ রান দরকার মুম্বাই ইন্ডিয়ান্স। উইকেটে আসা একজন নতুন ব্যাটারের জন্য তা কঠিন কাজই বটে।
যেভাবে সহজে ছক্কা মেরে দলকে জিতিয়েছেন সাজানা, তার উঠে আসার পথ এতোটা সহজ ছিল না। কেরালার একটি সাধারণ পরিবারের মেয়ে তিনি। বাবা অটোরিকশা চালক এবং মা পঞ্চায়েতের ওয়ার্ড কাউন্সিলর। ২০১৮ সালে কেরালায় ভয়াবহ বন্যায় সবকিছু হারিয়ে ফেলে। সে বছরই তার নেতৃত্বে অনূর্ধ্ব-২৩ টি-টোয়েন্টি সুপার লিগে চ্যাম্পিয়ন হয় কেরালা। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে সেটাই কেরালার প্রথম জাতীয় শিরোপা।
বন্যায় ঘরবাড়ি হারানোর পর পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েন সাজানা। তখন তার পাশে দাঁড়ান সতীর্থরা। একইবছর মুক্তি পায় তার অভিনীত তামিল সিনেমা কানা। যেখানে মধ্যবর্তী পরিবার থেকে উঠে এক মেয়ের আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সেখানে অবশ্য কিছুক্ষণের জন্য অভিনয় করেন সাজানা। কিন্তু গল্পটা তার কাছে নতুন নয়। একই স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তিনিও।
নারী প্রিমিয়ার লিগের গত আসরে কেউ দলে নেয়নি তাকে। তবে সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে কেরালাকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে ১৩৪ রানের পাশাপাশি শিকার করেছেন ৬ উইকেট। তার বিগ হিটিং অ্যাবিলিটিতে ভরসা রেখে ১৫ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই। তারা যে ভুল করেনি, তা প্রথম ম্যাচেই দেখিয়ে দিলেন সাজানা।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
এএইচএস
The result was not what we hoped for but what a finish by Sajju the debutant!
— Jemimah Rodrigues (@JemiRodrigues) February 23, 2024
Comes from a humble background, lost almost everything in the Kerala floods, walks in when the team requires 1 ball 5 runs and hits an effortless six!
What a story and more over what a player! ?? https://t.co/GFed06yrO2