৪৬ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি ইংল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে ১৪৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।
রাঁচি টেস্টে ৭ উইকেটে ২১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে টেলএন্ডারদের নিয়ে দারুণ লড়াই করেন ধ্রুব জুরেল। ৮৮ রান যোগ করে ৩০৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ৬ চার ও ৪ ছক্কায় ৯০ রানে আউট হন জুরেল। এছাড়া কুলদীপ করেন ২৮ রান। ইংল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নেন তরুণ স্পিনার শোয়েব বশির।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। জ্যাক ক্রলি (৬০) ছাড়া কেউই পাননি ফিফটির দেখা। দুর্দান্ত বোলিংয়ে ৫১ রান খরচে ৫ উইকেট নেন অশ্বিন। এটি তার ক্যারিয়ারে ৩৫তম ফাইফার। টেস্ট ইতিহাসে যা চতুর্থ সর্বোচ্চ। এছাড়া স্রেফ ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ।
দিনের বাকি সময়টি কোনো বিপদ ছাড়াই পার করে ভারত। যশস্বী জয়সওয়াল ১৬ ও অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত আছেন ২৪ রানে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এএইচএস