বিপিএলে শিরোপা আগেও জিতেছেন তামিম ইকবাল। তখন অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন।
তামিমের অধিনায়কত্ব ছিল প্রশংসার দাবিদার। শুধু তা-ই নয়, ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ১৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪৯২ রান করেছেন বরিশাল অধিনায়ক। তিনটি ফিফটিসহ ৩৫.১২ গড়ে তার স্ট্রাইকরেট ছিল ১২৭.১৩। এমন পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি। পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা পেয়েছেন তামিম। এছাড়া সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা।
বিপিএলে এর আগে কখনোই টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেননি তামিম। সর্বোচ্চ চারবার এ পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। একবার করে জিতেছেন আশার জাইদি, আন্দ্রে রাসেল, মাহমুদউল্লাহ রিয়াদ ও ক্রিস গেইল।
বাংলাদেশ সময়ঃ ২২৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এএইচএস