নিউজিল্যান্ডের মাঠ মানেই যেন পেসারদের দাপট। কিন্তু সেই সবুজ উইকেটেই স্পিন ধরিয়ে তাক লাগিয়ে দেন ন্যাথান লায়ন।
তৃতীয় দিন শেষে অবশ্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। বেসিন রিজার্ভে চতুর্থ দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১১১ রান নিয়ে। কিন্তু লায়নের স্পিনে এক সেশনও টিকতে পারেনি। ৩৬৯ রানের লক্ষ্যে নেমে গুটিয়ে যায় ১৯২ রানে।
৬৫ রান খরচে একাই ছয় উইকেট শিকার করেন লায়ন। আগের ইনিংস মিলিয়ে ম্যাচে পঞ্চমবারের মতো ১০ উইকেটের দেখা পেলেন এই স্পিনার। শুধু তা-নয়, গত ১৮ বছরে নিউজিল্যান্ডের মাটিতে কোনো স্পিনারের ১০ উইকেট পাওয়ার নজির এটাই প্রথম।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়া দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ড্যারিল মিচেল করেন ৩৮ রান। প্রথম ইনিংসে চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৩৮৩ ও ১৬৪
নিউজিল্যান্ড : ১৭৯ ও ১৯৬ (রাচিন ৫৯, মিচেল ৩৮, কুগেলেইন ২৬; লায়ন ৬/৬৫, হ্যাজেলউড ২/২০)
ফল : অস্ট্রেলিয়া ১৭২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এএইচএস