সপ্তম ওভারের ঘটনা। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন কলিন মানরো।
এরপরই সেই বলবয় কে কিছু টিপস দেন মানরো। ক্যাচ নেওয়ার জন্য হাত কোথায় রাখতে হবে সেটা বলে দিচ্ছিলেন তিনি।
এবার ১৯তম ওভারে এসে দেখা মিলল অবিশ্বাস্য এক দৃশ্যের। স্কয়ার লেগ দিয়ে আরিফ ইয়াকুবের ক্যাচে নিতে দৌড়ে গিয়েছিলেন মানরো। যদিও নাগাল পাননি এই কিউই ক্রিকেটার। তবে বাউন্ডারির বাইরে থেকে বলটি দারুণভাবে লুফে নেয় সেই একই বলবয়। ক্যাচ নিতে সফল হওয়ায় তাকে জড়িয়ে ধরে উদযাপনে মেতে ওঠেন মানরো। অথচ তার দলকে তখন ছক্কা হজম করতে হয়।
তবে সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই মানরোর। বলবয়ের সঙ্গে এমন উদযাপনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
ম্যাচশেষে অবশ্য জয় পেয়েছে মানরোর দল ইসলামাবাদ ইউনাইটেড। আগে ব্যাট করতে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। জবাব দিতে নেমে ১৬৭ রানে গুটিয়ে যায় পেশোয়ার জালমি। ইসলামাবাদ তাই মাঠ ছাড়ে ২৯ রানের জয় নিয়ে। তবে পুরো ম্যাচের আকর্ষণ কেড়ে নেয় বলবয়ের সঙ্গে মানরোর সেই উদযাপনের মুহূর্তটি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
এএইচএস
Just out of reach for Munro, but the ball boy dives in for a sensational catch and earns a warm hug ??#HBLPSL9 | #KhulKeKhel | #IUvPZ️ pic.twitter.com/uBxe33cfzO
— PakistanSuperLeague (@thePSLt20) March 4, 2024