ওয়ানডে বিশ্বকাপের পেরিয়ে গেছে প্রায় মাস পাঁচেক। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটিও অনেকদিন।
বিশ্বকাপে তামিমের না থাকার দায় হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে দিয়েছেন সাকিব আল হাসান, এমন খবরও শোনা যাচ্ছে। দুই বোর্ড পরিচালককেও দায়ী করা হয়েছে বিশ্বকাপ ব্যর্থতার জন্য। টুর্নামেন্টে দলের সঙ্গেই ছিলেন খালেদ মাহমুদ সুজন।
বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘তদন্ত প্রতিবেদন তো বিসিবি প্রকাশ করেনি। কোথা থেকে খবরটা এসেছে জানি না। এমন কিছু (হাথুরুর কারণে তামিমের না থাকা) হলে বিসিবি নিশ্চয়ই দেবে। আমি জানি না, এটা প্রকাশ হবে কি, হবে না। যারা তদন্ত করেছেন, তারা সেটি দিয়েছেন প্রেসিডেন্ট স্যারকে। উনি যদি মনে করেন এটা বের করা দরকার, তখনই বোঝা যাবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। ’
বিসিবির তদন্ত প্রতিবেদন জনসম্মুখে আসার কথা বলা হয়েছিল আগে। কিন্তু শেষ অবধি সেটি আসবে কি না এ নিয়ে সংশয় কাটেনি। বিসিবির প্রভাবশালী পরিচালক সুজন অবশ্য মনে করেন, তদন্ত প্রতিবেদন সবার সামনে আসা উচিত।
তিনি বলেন, ‘আমার মনে হয়, প্রতিবেদনে এসেছে, সেটা প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। কারণ যদি আমাদের কোনো সমস্যা থাকে সেটা সমাধান হবে। আর বোর্ড যদি মনে করে, এটা প্রকাশ করব না, আমরাই সমাধান করব বোর্ড থেকে, সেটাও হতে পারে। এটা বিসিবির একটা ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। তবে আমি মনে করি না, কারও কারণে ম্যাচ হেরে যায়। ’
‘এটা দলীয় খেলা। এখানে একজনের কারণে কিছু হতে পারে আমি বিশ্বাস করি না। পরিকল্পনার সমস্যা থাকতে পারে। সেটা ভিন্ন ব্যাপার। তবে কোনো একজনের কারণে ম্যাচ জেতা বা হেরে যাওয়া... হ্যাঁ অনেকে একা ম্যাচ জেতায়। তবে খেলা তো মাঠে হয়। বাইরে থেকে আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি চাইলেই ম্যাচ হারায় দিতে পারবেন না। আমি আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না। ’
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এমএইচবি/আরইউ