শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু হলেও লড়াই করে বাংলাদেশ। দ্বিতীয়টিতে সেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমে সমতায় ফেরে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ। অপরদিকে লঙ্কান দলে এসেছে তিন পরিবর্তন। ইনজুরিতে পড়া মাথিশা পাথিরানার বদলে খেলবেন নুয়ান থুসারা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাদ পড়ছেন দিলশান মাদুশাঙ্কা। এছাড়া আভিশকা ফার্নান্দোর বদলে খেলবেন ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা , অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), বিনুরা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা ও নুয়ান থুসারা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
আরইউ