স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেউই ত্রিশের কোটা পার করতে পারেননি। সর্বোচ্চ ৪০ রান আসে দশে নামা নাজমুল ইসলাম অপুর ব্যাট থেকে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শাইনপুকুরের অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। ২৬ বলে ৩ চারে ১৭ রান করে হাসান মুরাদের শিকার হন অধিনায়ক তামিম ইকবাল। আরেক ওপেনার শাহাদাৎ হোসেন দিপুকেও (২৮) ফেরান মুরাদ।
ব্যাটিং বিপর্যয়ে পড়ে এরপর ১২৭ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। সেখান থেকে দলকে টেনে তোলেন নাজমুল ও রুবেল হোসেন। শেষ উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন তারা। রুবেল অপরাজিত থাকেন ২৩ রানে। শাইনপুকুরের হয়ে মুগ্ধ চারটি, আরাফাত সানি তিনটি ও মুরাদ নেন দুটি উইকেট।
তাড়া করতে নেমে হাসান মাহমুদের তোপে পড়ে দিশেহারা হয়ে পড়ে শাইনপুকুর। তাই ১২৫ রানেই গুটিয়ে যায় তারা। ১০ ওভারে ২ মেডেনসহ স্রেফ ১৫ রান খরচে ৪ উইকেট নেন হাসান। এছাড়া ৩ উইকেট নেন সানজামুল ইসলাম। শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আরাফাত সানি। নাজমুল অপুর মতো তিনিও ১০ নম্বরে ব্যাট করতে নেমেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এএইচএস