বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে মাতামাতি থাকে প্রায় সবসময়ই। একটু খারাপ করলে জুটে সমালোচনাও।
এবার তাদের সামনে ওয়ানডে সিরিজের লড়াই। এই সিরিজে মাঠে নামার আগে ভালো করলে আলোচনা-সমালোচনা নিয়ে কথা বলেছেন শান্ত। যদিও তিনি স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতার কথাও।
চট্টগ্রামে শান্ত বলেন, ‘এক ম্যাচ ভালো খেললে আমরা ভালো দল হয়ে যাই, আবার এক ম্যাচ খারাপ খেললে আমরা খারাপ দল হয়ে যাই। এটা আমাদের অতীতে হয়ে আসছে। হারি কিংবা জিতি দল হয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। ’
‘আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন, দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথা বলেন এগুলো আমাদের কারণেই বলেন। কারণ, তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি, তাদের কিভাবে ভাল ফিডব্যাক দিতে পারি। ’
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরেন সৌম্য সরকার। ওই সিরিজে ১৬৪ রানের ইনিংসও ছিল তার। এবার ঘরের মাঠে লড়াই সৌম্যর। তার কাছে অধিনায়কের প্রত্যাশার পারদও বেশ চওড়া।
এ নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব কিছুতেই ওর (সৌম্য) কাছে শতভাগ চাই। লাস্ট সিরিজ তো (ওয়ানডে) অনেকদিন পর কামব্যাক করল। তিনটা ম্যাচই তো খেলছে, একটা বড় ইনিংস খেলল মাশাআল্লাহ। সৌম্যর একার বলব না, প্রত্যেকটা ব্যাটারেরই ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজন আছে। ’
‘সৌম্য ও প্রত্যেকটা ব্যাটসম্যান এটা নিয়ে কাজ করছে। লাস্ট সিরিজ যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে বড় ইনিংস খেলা আমাদের টিমের জন্য বড় একটা ব্যাপার। ও যদি ওর জায়গায় ব্যাটিং করার সুযোগ পায় তাহলে ভালো করবে। ’
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এমএইচবি