শ্রীলঙ্কার শুরুটা উড়ন্ত হলেও বাংলাদেশের শুরুটা হয় বিবর্ণ। প্রথম বলেই বিদায় নেন লিটন দাস।
রান তাড়ায় খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরলেন লিটন। দিলশান মাদুশাঙ্কার বল স্টাম্পে টেনে আনেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো প্রথম বলে উইকেট হারালেন এই ওপেনার। মাদুশাঙ্কার পরের ওভারে উইকেট হারান সৌম্য। তার শর্ট বল অন সাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে তালুবন্দি হন থিকশানার। ৯ বলে ৩ রান করে ফেরেন সাজঘরে।
উইকেটের মিছিলে যোগ হলেও হৃদয়ও। প্রামোদ মাদুশানের বল ঠিকঠাক দেখতেই পাননি তিনি। বল গিয়ে আঘাত করে স্টাম্পে। ৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাংলাদেশি ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান।
এর আগে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ৪৮.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে তারা করে ২৫৫ রান।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
আরইউ