টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ মোট ১৩টি ম্যাচের বাড়তি টিকিট ছাড়ছে আইসিসি। আগামী ১৯ মার্চ থেকে টিকিটস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ডট কমে এসব টিকেট পাওয়া যাবে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। কেউ কেউ আবার নাগিন ডার্বিও বলে থাকেন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আগামী ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে। অতিরিক্ত ছাড়া টিকিটের দামও জানিয়েছে আইসিসি। সর্বনিম্ন ৬ মার্কিন ডলারে পাওয়া যাবে ক্যারিবিয়ান অঞ্চলের ম্যাচের টিকিট। যুক্তরাষ্ট্রে যেগুলোর দাম পড়বে ৩৫ মার্কিন ডলার।
অন্য দুই ফরম্যাটের চেয়ে কম সময়সাপেক্ষ হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটের চাহিদা অনেক বেশি। ব্যালটের সময় ৩০ লাখেরও বেশি টিকিটের আবেদন গৃহীত হয়েছিল। দর্শকদের জন্য বিশ্বকাপ আরো বেশি উপভোগ্য করে তুলতে চেষ্টার কমতি রাখছে না আইসিসি।
টিকিটের পাশাপাশি দর্শকরা আতিথেয়তা প্যাকেজও কেনার সুযোগ পাবেন। যা ভক্তদের প্রাইভেট স্যুট এবং ওয়েস্ট ইন্ডিজের ভেন্যুগুলোর পাশাপাশি নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম জুড়ে ব্যক্তিগত খাবার এবং পানীয় প্যাকেজ সহ ম্যাচগুলোতে উন্নতমানের আবাসন প্রদান করবে।
আইসিসি ট্রাভেল্যান্ডট্যুরস ডট কম থেকে এই প্যাকেজগুলো কেনা যাবে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪