ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আমরা ২০-৩০ রান কম করেছি: হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
আমরা ২০-৩০ রান কম করেছি: হৃদয়

শুরুতে উইকেট হারালেও চাপটা ভালোভাবেই সামলে উঠেছিল বাংলাদেশ। ওভারপ্রতি রানও ছিল ছয়ের ওপর।

কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারালে চাপ বাড়ে স্বাগতিকদের ওপর। একসময় শঙ্কা জাগে আড়াইশ না হওয়ার।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ অবধি ২৮৬ রান করে বাংলাদেশ। কিন্তু জয়ের জন্য যথেষ্ট হয়নি সেটি। ১৭ বল আর ৩ উইকেট হাতে রেখে ওই লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ম্যাচ শেষে স্বাগতিক ব্যাটার তাওহীদ হৃদয় বলছেন, কিছু রান কম করেছেন তারা।

তিনি বলেন, ‘আমার মনে হয় উইকেটটা যেমন ছিল, ৩৩০/৩৪০ এর উইকেট। আমরা ২০ থেকে ৩০ রান কম করেছি। আমরা সেট হয়ে যদি আরেকটু ক্যারি করতাম। তাহলে হয়তো দৃশ্যটা ভিন্ন হতো। ’

১০২ বলে ৯৬ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। কিন্তু শুরুতে তিনি খেলছিলেন বেশ ধীরগতিতে। হাফ সেঞ্চুরি ছুঁতে তিনি খেলেছেন ৭৪ বল। পরের ৪৬ রান করেন ২৮ বলে।  

এর ব্যাখ্যায় তাওহীদ হৃদয় বলেন, ‘আপনার আসলে পরিস্থিতিটাও বুঝতে হবে। একটু পর পর উইকেট পড়ছিল। আমার মাথা যতটুকু কাজ করেছে, চেষ্টা করেছি খেলা শেষ করার, যেহেতু ব্যাটার ছিল না। যদি থাকতো তাহলে হয়তো ভিন্ন দৃশ্য হতো। প্রথম থেকেই যা দেখছিলাম একটু পর পর উইকেট হারানোয় লক্ষ্য ছিল আমি খেলাটা শেষ করবো। যেহেতু আমি সেট ব্যাটার, খেলাটা শেষ করলে ভালো হবে। ’

সেঞ্চুরি নিয়ে কোনো আফসোস আছে কি না জানতে চাইলে হৃদয় বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই, যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলতে পারেন হয়তো ৯৬, আরেকটা বল থাকলে হয়তো কিছু হতে পারতো। আমি তো প্রথম বলেও আউট হয়ে যেতে পারতাম। আগের ম্যাচে রান করতে পারিনি। টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গেছি। আমার পরিকল্পনা থাকে যদি শুরু পেয়ে যাই যেন বড় রান করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।