প্রথম দুই ম্যাচের একাদশেই ছিলেন তানজিম হাসান সাকিব। রাখছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকাও।
তার জায়গায় হাসান মাহমুদকে দলে নেওয়া হয়েছে। যদিও তাকে একাদশে সুযোগ পেতে লড়তে হবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে। অভিজ্ঞ এই পেসার প্রথম দুই ম্যাচের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি।
তানজিমের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম খান বলেন, ‘তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি ও ব্যথা অনুভব করছে। আজকে অনুশীলনেও ভালো বোধ করেনি। আগামীকালের ম্যাচের জন্য সে ফিট নয়। ’
সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৪৪ রান খরচ করে নেন ৩ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট। প্রথম ওয়ানডের সময় হাঁটুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন তানজিম। পরে ফিরে একটি ক্যাচ নেন, দ্বিতীয় ওয়ানডেতে বোলিংও করেন। তবে আজ অনুশীলনের সময় আবার অস্বস্তি বোধ করেছেন এই পেসার।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম