প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামলেন সাকিব আল হাসান। যদিও ব্যাট হাতে পেলেন না বড় রান।
বুধবার বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে শেখ জামাল। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ৩৪ ওভারে। ৫ উইকেট হারিয়ে আগে ব্যাট করা শেখ জামাল ২১৮ রান করে। ওই রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৭৮ রানের বেশি করতে পারেনি সিটি ক্লাব।
টস হেরে ব্যাট করতে নামা শেখ জামাল ৭৯ রানে চার উইকেট হারিয়ে ফেলে। প্রথমবারের মতো ডিপিএলে নামা সাকিব তেমন কিছু করতে পারেননি। ১৪ বলে ২ চারে ১৯ রান করেন। ৪ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন সোহান ও ইয়াসির।
দুজন মিলে ১৩৮ রানের জুটি গড়েন। ইনিংস শেষ হওয়ার এক বলে আগে ওই জুটি ভাঙে। ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন ইয়াসির। ৮ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৭২ রান করেন সোহান।
রান তাড়ায় নামা সিটি ক্লাব শুরু থেকেই ছিল চাপে। দলটির পক্ষে ৪৪ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন শাহরিয়ার কমল। ৩৬ বলে ৩৫ রান আসে সাদিকুর রহমানের ব্যাটে। ৭ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন সাকিব, তিন উইকেট পাওয়া রিপন মণ্ডল ৬ ওভারে দেন ৩৭ রান।
এদিকে রুপঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয়ে যায় রুপগঞ্জ। ওই রান ২৯ ওভার ২ বলে তাড়া করে ফেলে প্রাইম ব্যাংক।
রুপগঞ্জ টাইগার্সের হয়ে হাফ সেঞ্চুরি পান শামসুর রহমান শুভ। ৩ চারে ৪৬ বলে ৫০ রান করেন তিনি। ৬ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে তিন উইকেট নেন নাজমুল অপু। দুটি করে উইকেট পান আশিকুর জামান ও অলক কাপালি।
রান তাড়ায় নেমে হাফ সেঞ্চুরি পান প্রাইম ব্যাংকের দুই ওপেনারই। ৬ চার ও ২ ছক্কায় ৭৮ বলে ৬৭ রান করেন তামিম। ৩ চারে ৭৫ বলে ৫০ রান করেন পারভেজ হোসেন ইমন। ৪ ম্যাচের সবগুলোতে জিতেও রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে আছে প্রাইম ব্যাংক। ৪ ম্যাচের সবগুলোতে জেতা আবাহনী আছে সবার উপরে, সমান ম্যাচে তিন জয়ে তিনে আছে শেখ জামাল।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এমএইচবি/আরইউ