ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সিনিয়রদের’ মিস করছেন মিরাজরা

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
‘সিনিয়রদের’ মিস করছেন মিরাজরা

সিলেট টেস্টে হারটা এখন অনেকটাই অবশ্যম্ভাবী বাংলাদেশের জন্য। শেষ দুই দিনে ৪৬৪ রান তাড়া করতে হবে স্বাগতিকদের, হাতে আছে কেবল পাঁচ উইকেট।

এ ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। বোলিংয়েও একটা সময় গিয়ে দল ছিল অনেকটা খাপছাড়া।  

শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচে অভিজ্ঞতার অভাবও ছিল। সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই ছিটকে পড়েন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ছিলেন না শুরু থেকেই। তাদের অভাবটা কেমন বোধ করেছে বাংলাদেশ? প্রথম টেস্টের পর এ নিয়ে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তিনি বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা থাকলে তারা আমাদের উজ্জীবিত করে, আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয়। যেহেতু তারা নেই, (নাজমুল হোসেন) শান্ত আছে; তাকে সবাই সাপোর্ট করছে। সৌরভ ভাই আছে, লিটন দা আছে, আমি আছে। সবাই সাপোর্ট করছে। ’

এখন বাংলাদেশের জন্য এটিই বাস্তবতা। ক্যারিয়ারের শেষদিকে পৌঁছে গেছেন সাকিব-মুশফিকরা। মিরাজ-শান্ত-লিটনরাই এখন দলে তুলনামূলক অভিজ্ঞ। এই দলে মিরাজ নিজেদের ভূমিকাটা কেমন দেখেন? 

উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই দলে আমার অবদান অনেক জরুরি। যেহেতু আমি ব্যাটিং-বোলিং দুইটাই করি। আমি যেখানে ব্যাটিং করি ওখানে যদি একটা ভালো স্কোর করি, দল ভালো জায়গায় যাবে। বোলিং খুব গুরুত্বপূর্ণ। আমি যদি উইকেট না পাই দলের জন্য কঠিন। ’

‘সিনিয়ররা থাকলে সবাই অনেক সাপোর্ট দেয়। অবশ্যই মুশফিক ভাইকে আমরা এই ম্যাচে মিস করছি। উনার মতো একজন অভিজ্ঞ প্লেয়ার আমাদের জন্য থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। যিনি সবসময় ব্যাটিংয়ে রান করে যান, দলকে সাহায্য করেন। দল তাকে অবশ্যই মিস করছে। ’

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।