সময়টা বেশ ভালোই যাচ্ছিল সৌম্য সরকারের। কিন্তু এর মধ্যে চোটে পড়ে গিয়েছেন তিনি।
এখন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামার কথা ছিল সৌম্যর। কিন্তু চোটের কারণে সেটি হচ্ছে না। ৬ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা দলটির জন্য যা বড় ধাক্কা।
এর আগে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। তারও খেলার কথা রয়েছে প্রাইম ব্যাংকের হয়েই। দলটি এবার শিরোপা প্রত্যাশা নিয়ে গড়া হয়েছিল।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চার বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পান সৌম্য। কাঁধেও চোট পাওয়ায় তার কনকাশন সাব হিসেবে নেমে ৮১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন তানজিদ হাসান।
ওই চোট এখনও ভোগাচ্ছে সৌম্যকে। অন্তত ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। অনিশ্চয়তায় পড়তে পারে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সৌম্যর খেলাও।
বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম