প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজে সমতা ফেরাতে জয়ের বিকল্প নেই এই ম্যাচে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে একটি পরিবর্তন ছিল অনুমিতই। সাকিব আল হাসান জায়গা পেয়েছেন, তার জায়গায় কমিয়ে দেওয়া হয়েছে একজন পেসার।
এর বাইরে এ ম্যাচেই স্কোয়াডে সুযোগ পাওয়া হাসান মাহমুদের টেস্ট অভিষেক হচ্ছে। এর আগে জাতীয় দলের হয়ে ২২টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন হাসান।
শ্রীলঙ্কার আগের ম্যাচের একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন কাসুন রাজিথা। তিনি তাই নেই এই ম্যাচে। তার জায়গা নিয়েছেন আসিথা ফার্নান্দো। এছাড়া আগের ম্যাচের একাদশের সবাই-ই আছেন এ ম্যাচেও।
বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাৎ হোসেন দীপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ কারুনারাত্নে, নিশান মাদুশকা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রাবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ভিশ্ব ফার্নান্দো।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এমএইচবি