ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘ফ্যাক্ট নয়, আবেগ প্রাধান্য পায় বাংলাদেশের রিভিউয়ের সিদ্ধান্তে’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
‘ফ্যাক্ট নয়, আবেগ প্রাধান্য পায় বাংলাদেশের রিভিউয়ের সিদ্ধান্তে’

কুশল মেন্ডিসের ব্যাটের মাঝখানে লেগেছিল বলটা। স্লিপেই তখন দাঁড়িয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উইকেটরক্ষক লিটন দাস বা তাইজুল ইসলাম খুব একটা আগ্রহী না হলেও অধিনায়ক চাইলেন রিভিউ নিতে। স্টাম্প মাইকে শোনা যাচ্ছিল, তার বিশ্বাস ছিল বল লেগেছে পায়ে।  

পরে অবশ্য রিভিউতে স্পষ্ট হয়েছে, ব্যাটের মাঝখানে লেগেছে বলটি। বাংলাদেশের জন্য এমন কিছু অবশ্য নতুন নয়। নিয়মিতই বাজে রিভিউ নিয়ে থাকে বাংলাদেশ। তবে রিভিউ নেওয়ার পদ্ধতি বদলাতে হবে বলে মনে করেন জাতীয় দলের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

তিনি বলেন, ‘এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা রিভিউতে খুব বেশি ভালো না, এটা একদম পরিষ্কার। এখন পর্যন্ত আমরা রিভিউতে ভয়াবহ (খারাপ)। আমাদের আরও অনেক ভালো একটা মেথড তৈরি করতে হবে। এটা হতে পারে যে অধিনায়ক ও উইকেটরক্ষকের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া। হয়তো পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার থাকতে পারেন। ’ 

‘এখন আমরা যেভাবে রিভিউ নিচ্ছি, সেটা কাজ করছে না। এই মুহূর্তে মনে হয় ফ্যাক্টের চেয়ে আবেগটাই প্রাধান্য পাচ্ছে। বলটা ব্যাটের মাঝখানে লেগেছে, এটা ভালো রিভিউ না (শান্তর নেওয়া)। একই সঙ্গে আমি এটাও চাই না রিভিউ নিতে ওরা ভয় পাক। আমাদের কেবল ভালো একটা পদ্ধতি খুঁজে বের করতে হবে। ’

প্রথম দিনেই ৩১৪ রান তুলে নিয়েছে শ্রীলঙ্কা, হারিয়েছে কেবল ৪ উইকেট। দিনের শুরুতে নিশান মাদুশকার ক্যাচ স্লিপে দাঁড়িয়ে ছেড়ে দেন মাহমুদুল হাসান জয়। পরে সাকিব আল হাসান ছাড়েন করুণারত্নের ক্যাচ। তারা দুজন পরে ভুগিয়েছেন বাংলাদেশকে।

প্রথম দিন শেষে কতটা সন্তুষ্ট বাংলাদেশ? অ্যাডামস বলেন, ‘কিছুটা। আমরা সকালে সুযোগ তৈরি করেছি কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই ব্যাপার হয়েছে যখন আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম। আমার মনে হয় হাসান দুর্দান্ত বল করেছে। আমরা যদি ক্যাচ ছাড়তে থাকি, এটা আমাদের ভোগাবে। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।