ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘শুরুতে ক্যাচ ছাড়লে মূল্য চোকাতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
‘শুরুতে ক্যাচ ছাড়লে মূল্য চোকাতে হবে’

হাসান মাহমুদ খেলতে নেমেছেন নিজের অভিষেক টেস্ট ম্যাচ। বোলিংয়ে শুরুটাও করেছিলেন বেশ ভালো।

তার তৃতীয় ওভারে স্লিপে সহজ ক্যাচ দেন নিশান মাদুশকা। কিন্তু স্লিপে দাঁড়িয়ে সেটি ধরতে পারেননি মাহমুদুল হাসান জয়। এরপর সাকিব আল হাসান বাউন্ডারিতে ছাড়েন দিমুথ করুণারত্নের ক্যাচ।  

প্রথম সেশনে তাই একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশ। ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে রান আউটে। হাসান মাহমুদকে উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ইনিংসের ৫৬তম ওভার অবধি। এ নিয়ে ম্যাচশেষে হতাশাই জানিয়েছেন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

তিনি বলেন, ‘যেকোনো ধরনের ক্রিকেটেই আপনি ভুগবেন যদি ক্যাচ ছেড়ে দেন। আমি বাংলাদেশের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই আমাদের ফিল্ডিং দেখার মতো ছিল। গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত, কিছু দারুণ ক্যাচ দেখা গেছে। যাই হোক, আপনি যখন শুরুতে ক্যাচ ছাড়বেন; আপনাকে মূল্য চোকাতে হবে। ’

‘আমরা অনেক বেশি ক্যাচ ছেড়ে দিয়েছি। আমরা এটা নিয়ে কাজ করছি। কেউই চায় না ক্যাচ ছাড়তে। তারা কাজ করছে, কিন্তু তারা ক্যাচ ছেড়েও দিচ্ছে। আমাদের ক্যাচ ধরা নিয়ে কাজ করে যেতে হবে। ’

প্রথম দিনশেষে ৪ উইকেটে ৩১৪ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। তারা আছে বড় সংগ্রহের পথে। সিলেট টেস্টেও ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছিল বাংলাদেশকে। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। ওখান থেকে ২০২ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এবার নিশ্চিতভাবেই তেমন কিছু চাইবে না বাংলাদেশ।

অ্যাডামস বলেন, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছি কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই ব্যাপার হয়েছে যখন আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম। আমার মনে হয় হাসান দুর্দান্ত বল করেছে। আমরা যদি ক্যাচ ছাড়তে থাকি, এটা আমাদের ভোগাবে। ’

‘সিলেট টেস্টে যেমন হয়েছে, কিছু সময় গিয়েছে চাপের ভেতর কিন্তু সেটা লম্বা সময়ের জন্য নয়। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, দুর্দান্ত থাকতে হবে; আর সেটা লম্বা সময়ের জন্যই। ’

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।