ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এখনও জয়ের ব্যাপারে ভাবছে বাংলাদেশ: ব্যাটিং কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এখনও জয়ের ব্যাপারে ভাবছে বাংলাদেশ: ব্যাটিং কোচ

চট্টগ্রাম থেকে: প্রতিপক্ষ দলের কোনো ব্যাটারই করতে পারেননি সেঞ্চুরি। তবুও তাদের রান গেছে পাঁচশ ছাড়িয়ে।

এর পেছনে অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ ছাড়ার দায়ই বেশি। বিশাল রান সামনে রেখে খেলতে নেমে প্রথম ইনিংসে উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশও।  

ওপেনার জাকির হাসানের সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম নামবেন তৃতীয় দিনের শুরুতে। এখনও বাংলাদেশ প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৪৭৬ রানে। এ অবস্থায় এ ম্যাচের ভবিষ্যৎ কী দেখছে বাংলাদেশ? দ্বিতীয় দিনশেষে এমন প্রশ্ন ছিল ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘আমরা এখনও জয়ের ব্যাপারে ভাবছি। এটা হয়তো কিছুটা অদ্ভূত শোনাবে, যেহেতু আমরা এখনও ৪৮০ রান পিছিয়ে আছি। মূল ব্যাপার হবে কালকে কীভাবে আমরা সামলাচ্ছি। যদি আমরা সেটা ভালোভাবে করতে পারি, এরপর দেখতে হবে এর পরদিন কীভাবে সামলাই। ’

‘যদি আমরা সেটা করতে পারি, ব্যাটিংয়ের দিক থেকে, আপনি জানেন না কী হবে। প্রথম ইনিংস শুরুতে, আমাদের নিশ্চিত করতে হবে কাল তিনটা সেশনে ভালো ব্যাট করছি। ’

শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও এখন ৫৫ রানে ১ উইকেট নেই স্বাগতিকদের। লাহিরু কুমারার ইনসুইং বলে বোল্ড হয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের ব্যাটারদের নিয়মিতই নতুন বলে এমন আউট হতে দেখা যায়।

এ নিয়ে হেম্প বলেন, ‘নতুন বলটা হুমকি। খেলোয়াড়রা নতুন বলে অনেক অনুশীলন করে নেটে। এটা আসলে চলমান প্রস্তুতি। আপনি ঠিকঠাক জাজ করতে পারছেন কি না বলটা? আপনি কি রান করার সুযোগটা কাজে লাগাতে পারছেন? পা সামনে এগোচ্ছে নাকি পেছনে যাচ্ছে? আপনি মাঠে নিজেকে ঠিকঠাক থাকতে পারছেন কি না? এটা আসলে আপনার নিয়মিত খেলাটাকে আরও বিকশিত করা। সবকিছুই আসলে তাদের পারফরম্যান্সের প্রতিচ্ছবি। এরপর তারা চাইবে তাদের খেলাটাকে এগিয়ে নিতে। ’

‘তারা ভালো খেলোয়াড়। আসল ব্যাপার হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন ও সিদ্ধান্ত নেওয়া। কোন বলটা আক্রমণ করবেন, কোনটা ঠেকিয়ে দেবেন- ডিফেন্ড করা বা ছেড়ে দেওয়া। দুনিয়ার ভালো দলগুলোর অনেক খেলোয়াড় থাকে যারা ভালো সিদ্ধান্ত নেয়। এজন্য আপনি এটা থেকে দূরে যেতে পারবেন না। আপনার বোলারকে চাপে রাখার চেষ্টা করতে হবে। ’

বাংলাদেশ সময় : ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।