ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টের মাঝপথেই দেশে ফিরছেন চান্ডিমাল

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
চট্টগ্রাম টেস্টের মাঝপথেই দেশে ফিরছেন চান্ডিমাল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানদের একাদশে আছেন দিনেশ চান্ডিমাল।

কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পারিবারিক মেডিকেল ইমার্জেন্সির’ জন্য এ ম্যাচে আর খেলা হচ্ছে না তার। তিনি দ্রুতই দেশে ফিরে যাবেন।

কোচিং স্টাফ, সতীর্থ ও শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে চান্ডিমালের পাশে থাকার কথাও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। তার ব্যক্তিগত বিষয়কে সম্মান জানিয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রামে চলছে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন। এ ম্যাচের প্রথম ইনিংসে ৫৩১ রান করে লঙ্কানরা, চান্ডিমাল করেন ৫৯ রান। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করেছেন তিনি, ৭ বলে করেন ৯ রান।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।