শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। এরপর এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এ নিয়ে অনেক পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে হতাশ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পেছনের একটি কারণও উল্লেখ করেছেন তিনি। তার দাবি, বাইরে টেস্ট খেলার প্রস্তুতির জন্য স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুরে সাংবাদিকদের লিপু বলেন, ‘টেস্ট ম্যাচ ক্রিকেটে দলের পারফরম্যান্স নিয়ে আমরা হতাশ। আমাদের আশা ছিল যে, দল আরও ভাল প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলাফল যে আমাদের পক্ষে আসতে হবে এমন কোনো কথা ছিল না। আগেই বলেছি যে, যথেষ্ট স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করেছি। ’
‘কারণ আমাদের দেশের পাশাপাশি বাইরের দেশে গিয়েও খেলতে হবে। সেটার জন্য নিজেদের সক্ষমতা, দূর্বলতা বিচার করার জন্য বিসিবি এই ধরণের ভেন্যু, উইকেটের ব্যবস্থা করেছে। এতে হয়তো আমরা কিছুটা আশাহত কিন্তু আমাদের দূর্বলতার জায়গাগুলো ফুটে উঠেছে। ’
শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ব্যাটারই রীতিমতো আত্মাহুতি দিয়েছেন। এ নিয়েও সরব প্রধান নির্বাচক। টেস্টের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চেয়েছেন, যেকোনো টেস্ট সিরিজের আগে ‘এ’ দলের খেলা। তার সুরেই কথা বলেছেন প্রধান নির্বাচকও।
তিনি বলেন, ‘প্রথম বলেই অনেকে চালিয়ে দিয়েছেন, এটাও টেস্ট মেজাজের ব্যাটিং ছিল না। টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হতো। সামনে যে তিনটি অ্যাওয়ে সিরিজ আছে, ওখানে শুধু ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি ম্যাচের স্লট আছে। সবাই চেষ্টা করে দ্রুত শেষ করার। ’
বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৪
এমএইচবি/এএইচএস