হাসান মুরাদ নিলেন চার উইকেট। রূপগঞ্জ টাইগার্স অলআউট হয়ে গেল অল্পতে।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সকে ১০ উইকেটে হারিয়েছে শাইনপুকুর। শুরুতে ব্যাট করে ১১০ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। ওই রান তাড়া করতে নেমে ৯ ওভারেই ম্যাচ জিতে যায় শাইনপুকুর।
টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জের কোনো ব্যাটারই সেভাবে রান করতে পারেননি। ২৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে ফরহাদ হোসেনের ব্যাট থেকে। শাইনপুকুরের হয়ে ৯ ওভার ৪ বলে ২১ রান দিয়ে চার উইকেট নিয়েছেন হাসান মুরাদ। দুই উইকেট করে নেন এসএম মেহরব হাসান ও আরাফাত সানি।
রান তাড়ায় নামা শাইনপুকুরের একটি উইকেটও নিতে পারেনি রূপগঞ্জ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিশান আলমই ঝড় তোলে দলকে জিতিয়ে দেন। ৬ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৪৮ রান করেন তানজিদ। ৪ চার ও ৬ ছক্কায় ২৮ বলে ৫৮ রান করেন জিশান।
অন্যদিকে দিনের আরেক খেলায় ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ব্রাদার্সকে ২০ রানে হারিয়েছে সিটি ক্লাব। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫১ রান করে সিটি ক্লাব। পরে ওই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৩১ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স।
সিটি ক্লাবের হয়ে হাফ সেঞ্চুরি করেন মঈনুল ইসলাম ও সাজ্জাদুল হক। ৪ চার ও ১ ছক্কায় ৭৪ বলে ৫৩ রান করেন মঈনুল। দলের পক্ষে ৮৪ বলে সর্বোচ্চ ৭০ রান করেন সাজ্জাদ। ব্রাদার্সের হয়ে ৭ ওভারে ১ মেডেনসহ স্রেফ ২৪ রান দিয়ে চার উইকেট নেন আবু জায়েদ রাহী।
রানা তাড়ায় নেমে হাফ সেঞ্চুরি পান ব্রাদার্সের ওপেনার রহমাতউল্লাহ আলি। ৫ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৬০ রান করেন তিনি। ৪৮ বলে ৪৪ রান আসে আসিফ আহমেদের ব্যাট থেকে। তবুও লক্ষ্য ছুতে পারেনি দলটি। সিটি ক্লাবের হয়ে ১০ ওভারে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেপট নেন ইরফান হোসেন।
৮ ম্যাচের সবগুলোতে হেরে এখন পয়েন্ট টেবিলের তলানিতে আছে রূপগঞ্জ। টুর্নামেন্টে প্রথম জয় পেয়ে দুই ধাপ উপরে সিটি ক্লাব। ৮ ম্যাচে পাঁচ জয়ে পাঁচে থাকা শাইনপুকুর এখন ভালোভাবেই সুপার লিগ খেলার লড়াইয়ে টিকে আছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম