ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের মোর্শেদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের মোর্শেদ

আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের মোর্শেদ আলী।

গত মাসে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন শরফদ্দৌলা।

ফলে আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের একজন আম্পায়ারের জায়গা ফাঁকা ছিল। সেখানেই বিসিবির মনোনীত হিসেবে ঢুকেছেন মোর্শেদ।

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে আগে থেকেই আছেন বাংলাদেশের তিন আম্পায়ার- গাজী সোহেল, তানভীর আহমেদ এবং মাসুদুর রহমান। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোর্শেদ। বিসিবির আম্পায়ারস কমিটি সূত্রে এমনটাই জানা গেছে।

খেলোয়াড়ি ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে ৩টি ওয়ানডে খেলেছেন মোর্শেদ। ক্রিকেট ক্যারিয়ার শেষে আম্পায়ারিং বেছে নেন তিনি। দীর্ঘদিন ধরেই এ পেশায় যুক্ত থাকা মোর্শেদ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, মেয়েদের ২টি ওয়ানডে এবং ১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।