ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন রাজা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পাঞ্জাব কিংস জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে দলে ভিড়িয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন তিনি।

তবে দলটির হয়ে আর খেলতে পারবেন না এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএল ছাড়লেন তিনি।  

কয়েকদিন আগে অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছিলেন রাজা। জিম্বাবুয়ের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আইপিএল ছেড়ে যাব। ’

সেটিরই প্রতিফলন ঘটালেন জিম্বাবুয়ে তারকা। গত বুধবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। যেখানে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে রাজাকে। আগামী ৩ মে থেকে শুরু হবে সিরিজটি। যেটি খেলতে ইতোমধ্যেই আইপিএল ছাড়ার ঘোষণা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাজা।  

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ করা এক পোস্টে রাজা জানান, ‘আমাকে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস, আইপিএল এবং ভারতকে ধন্যবাদ। প্রতিটি মিনিট উপভোগ করেছি। এখন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময়। ইন শা আল্লাহ আবার দেখা হবে। ’

চট্টগ্রামে ৩ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যেটি শেষ হবে ১৩ মে। এরপর ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে তাই আবারও আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন রাজা। ১৫ মে রাজস্থান র‌য়্যালস এবং ১৯ মে সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে তাকে পেতে পারে পাঞ্জাব কিংস।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।