ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

স্মিথ-ম্যাগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ১, ২০২৪
স্মিথ-ম্যাগার্ককে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য অংশগ্রহণকারী দেশগুলির হাতে সময় ছিল ১ মে পর্যন্ত। একেবারে শেষ দিনে অস্ট্রেলিয়া তাদের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে।

অজি স্কোয়াডে একাধিক বড় নামের অনুপস্থিতি চোখ টানছে আলাদা করে।  

বিশ্বকাপের স্কোয়াড থেকে স্টিভ স্মিথ বাদ পড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষমেশ সত্যি প্রমাণিত হয় সেই সম্ভাবনা। অভিজ্ঞ স্মিথের জায়গা হয়নি অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ দলে।

তাছাড়া ক্রিকেটপ্রেমীদের অবাক করছে তরুণ জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া। কেননা ফ্রেজার এই মুহূর্তে যে রকম ধ্বংসাত্মক ক্রিকেট খেলছেন, তাতে তাঁর মতো ব্যাটারকে টি-২০ দলে পেতে চাইবে সবাই। চলতি আইপিএলে ইতিমধ্যেই ২ টি ম্যাচে ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেছেন ম্যাকগার্ক। আইপিএল ২০২৪-এর দ্রুততম অর্ধশতরানের রেকর্ড রয়েছে তার দখলেই। তাতে এই তরুণকে অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হবে বলেই আশা করছিলেন অনেক ক্রিকেটভক্ত। তাদের সেই আশাও পূরণ করলো না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)।

অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। তবে প্রত্যাশিতভাবেই অসিদের নেতৃত্ব পেয়েছেন মিচেল মার্শ। এর মধ্যে অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, মে ১, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।