ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘এখন দলের কালচার খুব ভালো’, শান্তর অধিনায়কত্ব নিয়ে তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, মে ৯, ২০২৪
‘এখন দলের কালচার খুব ভালো’, শান্তর অধিনায়কত্ব নিয়ে তাসকিন

নাজমুল হোসেন শান্ত এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। মাঠে তার চনমনে ভাব স্পষ্ট, বাইরেও তিনি এখন অবধি ছড়াতে দেননি খুব বেশি বিতর্ক।

অল্প সময়ের অধিনায়কত্ব ক্যারিয়ারেই সাফল্য পেয়েছেন শান্ত। তার নেতৃত্বেই আসন্ন বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ।  

ব্যাট হাতে খুব বেশি ছন্দে না থাকলেও জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে জয় পেয়েছে দল। চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে শান্তর নেতৃত্ব নিয়ে কথা বলেছেন তাসকিন। নিজেদের উন্নতিতে অধিনায়কের ভূমিকার কথা বলছেন তিনি।  

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন পর্যন্ত তো শেষ দুইটা সিরিজে আমি খুব উপভোগ করেছি ব্যক্তিগতভাবে, এবং বাকিরাও হয়তো করেছে। ও উন্নতি করছে। ওর মধ্যে ওই নেতৃত্বের জিনিসটাও আছে। তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে দলের সংস্কৃতি খুব ভালো আছে। সবাই চেষ্টা করতেছে যে কীভাবে সবাই পাঁচ শতাংশ নিয়ে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড বেটার ইনভলমেন্ট রেখে একটু ভালো করা যায়। ’

‘যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিক্যালি পাওয়ার আমাদের কম। পাওয়ার ক্রিকেট যেহেতু টি-টোয়েন্টি। সেক্ষেত্রে কীভাবে আমরা গ্যাপগুলো আরও ইউজ করতে পারি বা রান আরেকটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করে। বোলিংয়ে আরেকটু ভালো করা যায় কেমনে, ডেথে আরেকটু ভালো করা যায়। সবাই আমরা উন্নতি করার চেষ্টা করছি। আমাদের দলের সবারই কিন্তু স্কিল ওয়াইজ, খেলোয়াড় হিসেবে মার্জিন ১৯-২০, কেউ ১৫-২০ নাই। এজন্য আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো ক্রিকেট খেলা। ওটাই চেষ্টা করা কীভাবে করে সবাই সবার জায়গা থেকে উন্নতি করতে পারে। আর শান্ত অনেক সাহায্য করতেছে এই জায়গায়। ’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে ব্যর্থই বলা চলে বাংলাদেশের টপ-অর্ডারকে। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তানজিদ হাসান তামিম। এছাড়া রান করতে পারেননি লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। উন্নতির চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাসকিন।

তিনি বলেন, ‘ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয় বাইরের সমর্থক বা বাইরের যারাই আছেন, সবার থেকে বেশি হতাশ কিন্তু আমরা হই সবার আগে। কারণ, দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু ধারাবাহিকভাবে কাজ করেই যাচ্ছি যে কীভাবে আমাদের ব্যাটিং-বোলিং আরও উন্নতি করা যায়। ’

‘এটা আমরাও বুঝতে পারছি আমাদের চাহিদা অনুযায়ী শুরু হচ্ছে না এবং এটা নিয়ে কাজ হচ্ছে। আসলে সর্বোচ্চ চেষ্টা করা ছাড়া তো কোনো কিছু হাতে নেই। তো চেষ্টা করে যাচ্ছি, আমি আশা করি সামনে আরও ভালো কিছু হবে এবং ইনশাল্লাহ এ দুটা ম্যাচেও ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।